Lyric, tune & vocal- Shatabdi Vobo <br />music- moon <br />mix, master- nil <br /><br />মনে পড়ে যায় ছেলেবেলা <br />জামা জুতো পায় মাঠে খেলা <br />দুইটা পাড়ার দল <br />একটা মাত্র বল <br />বলটা যদিও আমার <br />তবু সুযোগ পাইনি নামার <br />হেরে গেলেও কথার জোরে <br />কউতো হারতো না <br />একটা প্লেয়ার কম পড়ে যাক <br />আমার প্রার্থণা <br />বন্ধু তখন আমার করুণ মুখটা যদি দেখতি <br />সবই আমার তবু আমি দ্বাদশ ব্যক্তি <br /><br />পাঠশালাতে বছরজুড়ে <br />রোলটা ছিল এক <br />সবাই হেসে বলতো ভব’র <br />ময়লা জামাটা দেখ <br />পরীক্ষাতে যাদের ছিল <br />তিনটে চারটে ফেল <br />তারাই আবার চড়তো রোজ <br />হিরো সাইকেল <br />বেতন-ভাতার জন্য যেদিন <br />চলল ধর্মঘট <br />মাঠের কোণে দাঁড়িয়ে আমিও <br />নিচ্ছিলাম শপথ <br />সবাই যখন ফাইনাল দেয় <br />আমার হয়নি দেয়া <br />কারণ আমার মাস কয়েক-এর <br />বেতন বকেয়া <br /><br />এই শহরে যখন প্রথম <br />ভালোবাসার দেখা <br />আমার ভালোবাসা তখন <br />নয়তো একা একা <br />আমি ছুটি তার পিছে <br />কেন ছুটি মিছে মিছে <br />এমনওতো সময় আসে <br />সূর্য হাসে মেঘের নিচে